spot_imgspot_img

অনলাইন থেকে অফলাইন ব্যবসায় সাত রঙ

ফারহানা ইয়াসমিন নিজের ডিজাইন করা পণ্য নিজস্ব কারখানায় উৎপাদন করে বাসায় থেকে অনলাইনে বিক্রয় করছেন দীর্ঘদিন ধরে। তার উদ্যোগের নাম সাতরঙ। ২০২২ সালে এসে বাসা থেকে বের হয়ে প্রথমে একটি ওয়্যার হাউস কাম অফিস নেন। সেখান থেকে অনলাইনে পণ্য বিক্রির পর তা ডেলিভারির জন্য প্রেরণ করেন। ২০২২ সালে “আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্টাপ্রেনিউরস” সম্পর্কে জানতে পারেন এবং সেখানে আবেদন করে নির্বাচিত হন। কোহর্টের পুরোটা সময় বিভিন্ন সেশনে অংশ নেন এই উদ্যোক্তা।

দীর্ঘদিন ধরে ব্যবসা করার অভিজ্ঞতা এবং কোহর্ট হতে প্রাপ্ত বিভিন্ন বিষয়ের জ্ঞান নিয়ে এগিয়ে চলছেন সামনের দিকে। সাত মাসব্যাপী কোহর্ট সফলভাবে শেষ হওয়ার পরে এই উদ্যোক্তা সঙ্গে আরোও ৩ জনকে নিয়ে প্রথম অফলাইন শো-রুম চালু করেন। নারায়ণগঞ্জের চাষাড়ার জামতালায় অবস্থিত এই শো-রুমটি এরই মধ্যে বেশ পরিচিতি পাচ্ছে।

সেই শো-রুমে সফল হওয়ার পর এবার স্বপ্ন দেখছেন আরোও বড় করে নিজের কাজগুলো ক্রেতার কাছে তুলে ধরার জন্য। এই রমজানের শুরুতে তিনি আরোও একটি শো-রুম চালু করেছেন। অনলাইন ব্যবসাকে অফলাইন (শো-রুম) ব্যবসায় নিয়ে আসতে অনুপ্রেরণা যোগিয়েছে “আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্টপ্রেনিউরস”।

উল্লেখ্য, সাত মাসব্যাপী “আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্টপ্রেনিউরস”আয়োজিত হয় ঢাকার প্রয়াত মেয়র আনিসুল হকের স্মরণে গঠিত আনিসুল হক ফাউন্ডেশন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও উদ্যোক্তাদের প্লাটফর্ম চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপ এর যৌথ উদ্যোগে। পার্টনার হিসেবে ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনিওরশিপ বিভাগ, আনিসুল হক স্টাডি সেন্টার ও ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশ।

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts