spot_imgspot_img

তথ্যপ্রযুক্তি ও এ সংক্রান্ত খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তুরস্কের

গত ১৪ই জুলাই, বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বাংলাদেশে অবস্থিত তুরস্কের দূতাবাসের মধ্যে অনলাইনে একটি আলোচনা সভা আনুষ্ঠিত হয়। বাংলাদেশ তুরস্কের মধ্যে ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে দ্বিপাক্ষিক এ আলোচনা হয়।

ঢাকায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান জানান, তথ্যপ্রযুক্তি ও এই সংক্রান্ত সেবাখাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।তিনি জানান, আইসিটি খাতে তুরস্ক ও বাংলাদেশ একসাথে কাজ করতে পারে। এতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সফল ব্যবসায়ী সম্পর্ক গড়ে উঠবে। এছাড়া তুরস্কের বাজারে বাংলাদেশের আইটি খাতের প্রতিষ্ঠানগুলো যাতে সহজে ব্যবসা করতে পারে সেজন্য বেসিসকে আমরা সবধরনের সহযোগিতা করবো।

সভায় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার অতীতের সুসম্পর্কের কথা তুলে ধরেন। বর্তমানে বাংলাদেশে আইসিটি খাতে ২০২৪ সাল পর্যন্ত ট্যাক্স অবকাশের কথা উল্লেখ করে তিনি বলেন, তুরস্কের আইটি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করে লাভবান হবে। এক্ষেত্রে তারা তাদের লভ্যাংশের শতভাগ দেশে ফিরিয়ে নিতে পারবে। বাংলাদেশ এখন আইসিটি খাতে ১০ লক্ষের উপরে দক্ষ জনবল আছে। এই খাতে তুরস্কের বিনিয়োগের ফলে উভয় দেশের জন্যই লাভজনক হবে।

সৈয়দ আলমাস কবীর আরো বলেন, বেসিস আইসিটি খাতের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে কাজ করছে। আমরা আশাবাদী তুরস্কের সাথে আমাদের ভবিষ্যৎ ব্যবসা বাড়বে।

বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান বলেন, আইসিটি খাতের পণ্য ও সেবা রপ্তানির ক্ষেত্রে ইউরোপ আমাদের প্রাথমিক বাজার। তুরস্ক ইউরোপের বাজারে আমাদের ব্যবসা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

বর্তমানে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আইসিটি খাতে ব্যবসা বাড়ানোর বিস্তৃত সুযোগ আছে। কারণ বাংলাদেশে বর্তমান ব্যবসার পরিবেশ অতীতের যেকোন সময়ের চেয়ে ভালো।বিশেষ করে আইসিটি খাতে সরকারের দেওয়া বিশেষ সুবিধা এই খাতে ব্যবসা বাড়াতে ভূমিকা রাখবে। তাই এই খাতের ব্যবসায়ীরা পরস্পরের সাথে একসাথে কাজ করলে দুই পক্ষই লাভবান হবেন বলে বেসিস ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত উভয়ে সহমত প্রকাশ করেন।

 

তথ্যসূত্র – দৈনিক ইত্তেফাক

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts