spot_imgspot_img

নুরুল কাদের সম্মাননা পেলেন অথল্যাবের উদ্যোক্তা শাহজাহান জুয়েল

অথল্যাব সিলেটে অবস্থিত একটি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি যারা এমন প্রোডাক্ট তৈরি করে যা মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখছে। তাদের রয়েছে নিজস্ব মার্কেটপ্লেস যেখানে তারা নিজেদের বানানো প্রোডাক্টগুলো বিপণন করে। অনলাইন বিজনেসের জন্য অপরিহার্য বিষয় যেমন- ফর্ম তৈরি করা, ইমেইল মার্কেটিং, কাস্টমার সাপোর্ট, প্রোডাক্ট শোকেসিং, এরকম ভিন্ন ভিন্ন প্রয়োজনের জন্য অথল্যাবের রয়েছে অনেক গুলো প্লাগইন্স।
বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ লাখ এর ও বেশি ব্যবসা-প্রতিষ্ঠান অথলাব এর প্রোডাক্টসমুহ ব্যব্যহার করে আসছে। স্থানীয় তরুণদের কর্মসংস্থান তৈরীতে অথল্যাব নিরলস কাজ করে যাচ্ছে। এখানে কর্মরত প্রায় একশ’র কাছাকাছি কর্মীদের গড় বয়স ২৮-এর নিচে; যা থেকে বুঝা যায় এই টিমটা উদ্যমী তরুণে ভরপুর। নিজস্ব অফিসে খাওয়াদাওয়া, বার্ষিক প্রফিট বোনাস, বিনোদনের ব্যবস্থাসহ কর্মীদের দেয়া হয় বিশ্বমানের সকল সুযোগ সুবিধা। বিশ্বমানের সফটওয়ার তৈরি করার জন্য যে প্রশিক্ষণ এবং পরিবেশ প্রয়োজন, অথল্যাব শুরু থেকেই চেষ্টা করছে স্থানীয়ভাবেই সেই দক্ষ জনবল এবং কাঠামো তৈরির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে।
তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এখান থেকে তৈরি হওয়া প্রোডাক্টগুলো প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে রাজত্ব করছে গুণগত মানকে পুঁজি করে। ইউজাররা অনেক বেশি খুশি প্রোডাক্টগুলো ব্যবহার করতে পেরে কারণ বাজারে থাকা একই ক্যাটাগরির অন্যান্য সফটওয়ারগুলোর তুলনায় অথল্যাবের তৈরি সফটওয়ারগুলো মানের দিক দিয়ে খুবই ভালো এবং একই সাথে মূল্যের দিক দিয়ে অত্যন্ত সহনীয়।
অথল্যাব একটি স্বয়ংসম্পূর্ণ কোম্পানি। এখানে কোনকিছু আউটসোর্স করা লাগে না। ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং, সাপোর্ট, ভিডিও-এনিমেশন – সবকিছুর জন্য রয়েছে ইন-হাউস, ডেডিকেটেড টিম।
এই কোম্পানি বিভিন্ন সময়ে দেশ-বিদেশের অনেক পুরষ্কার জয় করেছে বিশেষজ্ঞ এবং ইউজারদের ভোটে। তার মধ্যে অন্যতম হল Monster’s Award The WP Awards, BASIS ICT Awards এবং আরও অনেক।
কাজের স্বীকৃতিস্বরূপ নুরুল কাদের উদ্যোক্তা সম্মাননা ২০২১ পেয়েছে শাহজাহান জুয়েল এবং তার উদ্যোগ অথল্যাব।

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts