spot_imgspot_img

লেজি ফগ ও নাজনীন সুলতানা

লেখাপড়া শেষ করে কিছু একটা করার ইচ্ছা সকলের মত আমারও ছিল। লেখাপড়া শেষে অনেকদিন ধরে বাসায় বসে ছিলাম। চাকরি করবো কি করবো না, এটা নিয়েও যথেস্ট দোটানায় ছিলাম। কয়েকটা ইন্টারভিউ দিয়েও ফেললাম। কিন্তু সব কিছু ব্যাটে-বলে মিলছিলো না। পরিবারের কেউ ব্যবসায় জড়িত না থাকায়, ব্যবসা সম্পর্কেও কখনই কোন ধারনা ছিল না।

এমনি ভাবতে ভাবতে একদিন শুরু করে দিলাম LazyFog নামে একটি অনলাইন শপিং স্পেস। lazyfog.com নামে একটি ডোমেইন কেনা হল। পরিচিত এক বড় ভাইকে (বিপুল শাহ্, আর্টিস্ট ও কার্টুনিস্ট) দিয়ে লোগো বানানো হল। ফেসবুকে একটি পেইজ বানানো হল। অবশেষে ১ মে, ২০১৬ তারিখে যাত্রা শুরু হল লেজি ফগের।

শুরু থেকেই ইচ্ছা ছিল এমন ধরনের প্রোডাক্ট তুলবো, যেটা সবাই বিক্রি করে না। কিছু বিদেশী পুতুল, কুশন ও বালিস নিয়ে যাত্রা শুরু করলো লেজি ফগ। পরবর্তিতে আমরা অলঙ্কার, চকলেট, শিশুপন্য ও গৃহসজ্জার সামগ্রী নিয়েও কাজ করেছি। এখন দেশের বিভিন্ন জায়গা থেকে পণ্য সংগ্রহের পাশাপাশি ভারত ও চীন থেকেও আমরা সরাসরি আমদানি করছি।

এখন পর্যন্ত আমরা কেবলমাত্র অনলাইনেই আমাদের পণ্য বিক্রি করছি।

প্রথম দিকে আমরা আমাদের LazyFog ফেসবুক পেইজ থেকে বিক্রির পাশাপাশি কাইমুর মত মার্কেটপ্লেস থেকেও বিক্রি করতাম। এখন আজকের ডিল, ডারাজ, অফুরন্ত সহ বেশ কয়েকটি মার্কেটপ্লেসের সাথে কাজ করছি।

আমরা মনে করি আমাদের গল্প এখনো শুরু হয়নি। মনে স্বপ্ন রয়েছে অনেকদূর যাবার। শেখার বাকি অনেক কিছু, জানার বাকি অনেক কিছু। আমরা প্রতিমূহুর্তে শিখছি।

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts