spot_imgspot_img

করোনাকালে ঘুড়ে দাড়ানোর প্রত্যয় নিয়ে ওয়েবিনার আজকে

আইপিডিসি ফ্যাইন্যান্সের পৃষ্ঠপোষকতায় ২৭ জুন এসএমই দিবস উদযাপনের নানা উদ্যোগ নিয়েছে চাকরি খুঁজব না চাকরি দেব। এর প্রথম আয়োজন উপলক্ষে ২৬ জুন রাত ৯ টায় প্রথম ওয়েবিনার অনুষ্ঠিত হবে।

করোনা প্যানডেমিকে পুরো বিশ্বের আর্থ-সামাজিক অবস্থা টালমাটাল। তার প্রভাব থেকে মুক্ত নয়বাঙলাদেশের উদ্যোক্তারাও।  বরং বলা যায়, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তারা অনেক বেশিই প্রভাবিত এবং লংটার্মের জন্যেই  একটা বাজে সিচ্যুয়েশনের মধ্যে দিয়ে যাবেন। আর এই ধাক্কাটা সবচেয়ে বেশি এলোমেলো করে দিয়েছে এসএমই সেক্টরকে। এমনিতেই এসএমই সেক্টর নানান সমস্যায় জর্জরিত তার উপর অতর্কিত এই করোনার হামলা! এ যেন, মড়ার ওপর খাড়ার ঘা!

তবে থেমে থাকলে তো চলবে না। জীবন জীবনের নিয়মে এগিয়ে যাচ্ছে, যাবে। উন্নত বিশ্বগুলোও ধীরে ধীরে প্রসেসের মধ্যে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। আমদেরও সেই পদাঙ্ক অনুসরণ করতে হবে। জীবনের প্রয়োজনেই অর্থনীতিকে সচল রাখা দরকার। ব্যক্তিগতভাবে টিকে থাকতে হলেও ব্যবসা বানিজ্য চালিয়ে নিতে হবে। কিন্তু কোন কিছুই যেখানে ঠিক নেই, সাপ্লাই চেইন ভেঙ্গে পড়েছে, সব কিছুই অনিশ্চিত প্রায়! সেখানে কিভাবে ঘুরে দাঁড়াবে এসএমই উদ্যোক্তারা?
ইতোমধ্যে যারা করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের পিভট খুঁজে নিতে পেরেছেন, সমস্যার মধ্যে সম্ভাবনাকে আবিস্কার করেছেন, করোনার কাছে হার না মেনে আবারো হাল ধরেছেন, তাঁদের মধ্যে থেকেই কয়েকজন উদ্যোক্তা আজকে রাতে হাজির হবেন আমাদের গ্রুপে। এক্সপেরিয়েন্স, স্ট্র্যাটেজি শেয়ার করবেন, প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিবেন এসএমই উদ্যোক্তাদের। নিউ নরমালকে আপন করে নিয়ে কিভাবে বিজনেসে ফিরে আসবেন? 

এসব নিয়ে আইপিডিসি ফ্যাইন্যান্স নিবেদিত এসএমই দিবস উদযাপনের প্রথম ওয়েবিনার। উপস্থিথ থাকবেন
১। ড. রাফিউদ্দিন আহম্মেদ
সহযোগী অধ্যাপক
মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
২। তাসলিমা মিজি
ব্যবস্থাপনা পরিচালক
লেদারিনা লি.৩। মোহাম্মদ গাজী তৌহিদুর রহমান
ব্যবস্থাপনা পরিচালক

এমএফ প্লাস্টিক লিমিটেড ও

সহ সভাপতি, চাকরি খুঁজব না চাকরি দেব

৪। সানজানা জামান
প্রতিষ্ঠাতা,

রেনে বাংলাদেশ
৫। তানিয়া তোয়ায়েল হক
প্রতিষ্ঠাতা
নন্দন কুটির
৬। আমিনুল ইসলাম শাহীন
সিইও

শাহীন’স হেল্প লাইন

অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে চাকরি খুঁজব না চাকরি দেব-এর ফেসবুক পেজেগ্রুপে

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts