spot_imgspot_img

নারী উদ্যোক্তা দিবসের সমাবেশ ১৯ নভেম্বর

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে চাকরি খুঁজব না, চাকরি দেব এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন এন্ড অন্ট্রপ্রিনিয়রশীপ বিভাগ। আগামী ১৯ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নারী উদ্যোক্তাদের সম্মীলনীর মাধ্যমে এই দিবসটি উদযাপিত হবে।

আয়োজনের মূল অংশ নিজেদের মধ্যে মতবিনিময় ও নেটওয়ার্কিং। এছাড়া একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আয়োজকদের পক্ষ নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম ‘সাহসিকা’র পরিচালক প্রীতি ওয়ারেসা জানান – যে কোন নারী উদ্যোক্তা নিবন্ধন করেই সমাবেশে যোগ দিতে পারবেন। এ জন্য কোন ফী-এর প্রয়োজন হবে না। তবে অনুষ্ঠানের লোগোবোর্ডে প্রতিষ্ঠানের লোগো দিতে চাইলে ২০০০/- টাকায় স্পন্সর করা যাবে।

উল্লেখ্য ২০১৪ সাল থেকে প্রতিবছর ১৯ নভেম্বর নারী উদ্যোক্তা দিবস পালিত হয়। ২০১৭ সাল থেকে বাংলাদেশেও এই দিবস পালিত হচ্ছে।

 

Get in Touch

Comments are closed.

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts