spot_imgspot_img

 নারী উদ্যোক্তা দিবস পালিত

বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতিকে গতিময় করতে কাজ করে যাচ্ছেন নারী উদ্যোক্তারা। উদ্যোক্তা হিসেবে অর্থনীতিতে নারীর প্রবেশ সৃষ্টি করছে অনেকের কর্মসংস্থানের। পাশাপাশি ছড়িয়ে দিচ্ছে নারীর ক্ষমতায়নের দৃষ্টান্ত। বিশ্বের সকল নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে এবং একইসাথে নব্য উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে প্রতিবছর ১৯ নভেম্বর  বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক  নারী উদ্যোক্তা দিবস।

পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিবারের মত এবারো চাকরি খুঁজব না, চাকরি দেব এবং ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন এন্ড অন্ট্রপ্রিনিয়রশীপ বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস-২০১৯ উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিজেদের বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন। ভবিষ্যতে উদ্যোক্তা হতে নারীরা আরও বেশি করে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তারা।

এবারের আয়োজনের সহযোগিতায় ছিলো বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। এছাড়া আয়োজনের ফটোগ্রাফি পার্টনার কেএমএ তাহের ফটোগ্রাফি, কফি পার্টনার কফিওয়ালা। অন্যান্য পার্টনারদের মধ্যে ছিলো শৈলী, আম্বার আইটি এবং ঢাকা এফএম।

এবারের আয়োজনের লোগোবোর্ডের অংশগ্রহণে ছিলো আদর্শ, আফ্রাজান, আঁখিস কালেকশন, বাহারিকা, বাংলাদেশ ইউনিভার্সিটি, বিডি এসিস্ট্যান্ট, বেগম, বহু বাংলাদেশ, ব্রিয়ন্না, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ক্রিয়েটিভ সফট টেকনোলজি, ধারা, ডিজিটাল উদ্যোক্তা, দেশী ফুডস, ডলস হাউজ, ই-কুরিয়ার, এলা, ইডিসি, ফেমিনিনো, এম এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফিউশন ফ্যাশন হাউজ, গার্নার স্টেশনারী, গৃহবধু, গ্লোবাল এমার্জিং টেকনোলজী লিমিটেড, গ্রাসরুট, জাহান ইন্টারন্যাশনাল স্কুল, কিডজ হুইল, কল্পরাজ, কড়ি ডট কম, লাবন্য ক্রাফটস, মার্স, মনের বন্ধু, পারফি, প্যানাসিয়া, রকেট কুরিয়ার, সিজনস বুটিক,  শাবাব লেদার, সাজগোজ, শাওন ক্রাফটস, শপ কুইন, শুদ্ধ কৃষি, তরী এক্সিম, তৃনাজ ক্লজেট, ট্রিপবাডিজ, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, ভি বুক এবং ঋতু।

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts