spot_imgspot_img

নারী উদ্যোক্তা দিবসের আয়োজন ১৮ নভেম্বর

প্রতিবছর ১৯শে নভেম্বর বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যৌথভাবে দিবসটি উদ্‌যাপনের উদ্যোগ নিয়েছে “চাকরি খুঁজব না চাকরি দেব” গ্রুপ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড অন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট, উদ্যমী নারীদের নেটওয়ার্ক সাহসিকা, গ্লোবাল অন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ চ্যাপ্টার ও বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট। 

বিশ্বব্যাপী নারী উদ্যোক্তা দিবসটি ১৯শে নভেম্বর আয়োজিত হলেও আয়োকজরা এবারের নারী উদ্যোক্তা দিবসের আয়োজনটি একদিন আগে অর্থাৎ আগামী ১৮ নভেম্বর আয়োজন করবে বলে জানিয়েছে । আগামী ১৮ নভেম্বর, শনিবার বিকেল ৪টায় ধানমন্ডির সোবহানবাগের ড্যাফোডিল প্লাজা বিল্ডিং-এর রুফটপ অডিটোরিয়ামে “আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২৩” উদযাপিত হবে। 

চাকরি খুঁজব না চাকরি দেব-এর সমন্বয়ক প্রমি নাহিদ জানান, যেখানে নারী উদ্যোক্তা ও উদ্যোক্তা হতে ইচ্ছুক নারীরা অংশগ্রহণ করতে পারবেন। তবে নিবন্ধন করে আসতে হবে। নিবন্ধনের জন্য কোনো প্রকার ফী লাগবে না। নারী উদ্যোক্তারা চাইলে তাদের প্রতিষ্ঠানের লোগো আয়োজনের লোগোবোর্ডে যুক্তা করতে পরবে তবে সে জন্য প্রয়োজনীয় ফি পরিশোধ করত হবে। 

আয়োজনে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন। আয়োজনের ফেসবুক ইভেন্ট পেজ ভিজিট করতে এখানে ক্লিক করুন

উল্লেখ্য ২০১৪ সাল থেকে প্রতিবছর ১৯ নভেম্বর নারী উদ্যোক্তা দিবস পালিত হয়। ২০১৭ সাল থেকে বাংলাদেশেও এই দিবস পালিত হচ্ছে।

Get in Touch

spot_imgspot_img

Related Articles

spot_img

Latest Posts